পুত্রকন্যারা / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
পুত্রকন্যারা মণিকা বড়ুয়া কন্যা বেড়ে ওঠে নদীর মতো : তার চপলতা, গভীরতা কখন ঝিনুকের মধ্যে শুক্তি আনে— হঠাৎ বড়ো দূরের বলে মনে হয় : তার সমুদ্র খোঁজ, বাঁক আর বাঁকা রোদ আমাকে অপরিচিত নদীর কথা বলে। পুত্র বেড়ে ওঠে আকাশের ডালপালায় মুখে তার রোদ রোদ বসন্ত দাগ, রোদ গন্ধ, রোদ মাটির গলাগলি ফেলে যায় গভীর…