অচলেশ্বর শিব দর্শন / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
অচলেশ্বর শিব দর্শন প্রেমাঙ্কুর মালাকার অর্বুদা দেবী, দর্শন সেরে, চারজনে আসি ফিরে- কৌশিক বলে, ‘অচলেশ্বর, যাবো শিব মন্দিরে!’ ‘ওড়িয়া’ গ্রামটা, পেরোতেই কর, তিনটাকা মাথা পিছু; আবু পাহাড়ের, সমতল ভূমি, চাষ-বাস হয় কিছু। শিব মন্দিরে, ঢোকার আগেই, শুনি গাইডের কথা ; এক বানে রাজা, ঘি-চোর অসুর, হত্যা করেন যথা। অচলেশ্বর, শিব দর্শন, করে আসলাম ফিরে ;…