এর পরেও / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
এর পরেও কলমে:- রতন চক্রবর্তী “””””””””””””””””””””””””””””””””” অফুরন্ত সুখের পেছনে ছুটতে গিয়ে দুঃখটাকে বন্ধু এনেছো ডেকে দুঃখটা তাই জমাট বেঁধে বসেছে তোমার বুকে | এখন তুমি যতই চেষ্টা করো দুঃখটাকে করতে দূর যাবে না দুঃখ তোমায় ছেড়ে বাজবে শুধু দুখেরই সুর | আরও করছো অপরাধ প্রকৃতির সাম্যের গ্রন্থ ধারাপাত করোনিকো পাঠ কখনো ভাববাদী ভাবনা পোষণ করে…