অকৃতজ্ঞের বোধোদয় / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
“অকৃতজ্ঞের বোধোদয়” ✍️শিব প্রসাদ হালদার ক্ষুদ্র হ’লেও বৃহতের জননী জেনেও করেছে বড্ড ভুল অবমূল্যায়নের ভ্রান্তপ্রচারে হ’তে হ’ল ক্ষতবিক্ষত আত্মসম্মান যখন তলানিতে তখন জাগে বোধোদয় ক্ষোভের উগ্রতা নেমে হয় ক্ষীণ সেদিনের অনর্থক অশালীন বাক্য প্রয়োগের অনুতাপে আসে অনুধাবন। ক্রমাগত বিদ্ধ করতে থাকে আপন মন ভাবনায় আসে বদল-মন চায় তার মতো লিখতে নিশীথের কনকনে ঠান্ডায় সময় তখন…