একই আকাশ / নবু / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
একই আকাশ নবু একই আকাশ তোমার আমার তিক্ততা কিছু নাই, আমি রিক্ত, তুমি শাক্ত যেন ভিন্নতা খুঁজে যাই। তবুও আমরা, দ্বন্ধে মাতি ইর্শা মোদের জন্ম দোষ, তোমার আছে নেইতো আমার কষ্টার্জিত কপাল দোষ। তুমি পড়ে আছো স্বপ্ন নিয়ে আমি আছি বাস্তবে, তুমি ভাবছ হবেনা কেন ? কিকরে বলি হোক তবে। একই ক্লাসে আমরা দুজন পঠন…