শুরু থেকে শেষ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
শুরু থেকে শেষ রণজিৎ মন্ডল সখি, তুমি এসেছো! আমি যে তোমার অপেক্ষায় প্রহর গুণি, সেই কবে দেখেছি সোনালী সূর্যের রক্তিম আভায় পলাশের মত লাল মুখখানি ! তুমি যে আবার আসবে তাতো ভাবিনি! তবু তুমি এসেছো, আমার শূন্য হৃদয়ের ভাঙা হাটে কি দেখছো সোহাগীনি? মনে পড়ে সেদিনের কথা? বিকালে কদম তলায় তুমি বলেছিলে, “দেখছো সূর্যটা কেমন…