আর নয় গুঞ্জন../ শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
আর নয় গুঞ্জন.. ……………………. শ্যামাপ্রসাদ সরকার তবে ভালবাসা আসুক আজ ছূরিকার গায়ে নগ্নতা হেরে যাক! না, না! আর কথা নয় অজস্র কল্পনায় ফাল্গুনে কাশবন দেখে আমার ভালবাসা আজ রক্ত আর ঘাম গায়ে মাখে। তাই আমার প্রেমপত্র আজ লিখুক শিলালিপি ভালবাসি! এই বলে চুপিচুপি খিদের দীনতা চাপি। তাও তুমি হঠাৎ টেলিফোনে আজ খোঁজ অজুহাত চেয়েছি…