খেল, কিন্তু আগুন নিয়ে নয় / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস সংখ্যা /
খেল, কিন্তু আগুন নিয়ে নয় রণজিৎ মন্ডল খেল, কিন্তু আগুন নিয়ে নয়, যে কোন খেলায়, লুকিয়ে থাকে প্রাণ শংষয়, কষ্ট, নষ্ট, রুষ্ট, পিষ্ট করে যার আনন্দ হয়, সে জানে না, ছায়া হয়ে পিছু নিয়েছে তার মৃত্যু ভয়। আনন্দ আছে যার মধ্যে কষ্ট ও মৃত্যু তার মধ্যেই জন্ম নেয়। দেওয়া, নেওয়া, ত্যাগ, ভোগ, প্রেম, ভালোবাসায়, আনন্দের…