ভালোবাসা চিত্রশিল্পী / তপন কর্মকার / বাংলা কবিতা /
ভালোবাসা চিত্রশিল্পী তপন কর্মকার কালোর ভালোবাসা মহাশূন্যে আলোর ভালবাসা শুধু পৃথিবীর পরোয়া করিনা মানবে কি মানবে জানিনা কি করবে জাহির… তুমি কি মন পোষণা কি মন তোমায় কে জানে দোষ কতো হিসেবের খাতায় অন্তরে বাইরে শুধু যে একা কিছুকাল পরে কাল হয়তো ফকির… আজ যাকে দেখো তাকে দেখে শেখো হয়তো বা নাই কোন গল্প লেখো…