কেবল তুমি / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
কেবল তুমি দীননাথ চক্রবর্তী একদিন তোমার বুকের নদী পায়ে পায়ে নূপুর ঢেউয়ে আমাকে ভিজিয়ে দিতো নোনা জলে তারপর তোমার সাথে পরিচয় একটু একটু প্রেম পূর্ণিমা জ্যোৎস্না জোয়ার ভাটা অথচ আজ আর নদীটা আসেনা কেবল তুমি । একদিন তোমার রাতের চাঁদ নীরবে নিভৃতে জানলায় ফিসফিস করতো কথাগুলো সব জ্যোৎস্না হয়ে ছড়িয়ে পড়তো বিছানায় অথচ আজ আর…