পঞ্চম সুন্দরী / রঞ্জিত চক্রবর্ত্তী / বাংলা কবিতা /
পঞ্চম সুন্দরী রঞ্জিত চক্রবর্ত্তী হেমন্তের শেষ আঁধার ঢলে পড়তে না পড়তেই এসে হাজির হয়ে গেছে সে। কখন যেন ধীরে ধীরে চুপিসারে এসে গেছে, বুঝতেই পারেনি কেউ। তার তারার ঝলকানি যেন হাজারটা চোখ, এখন চুপ করে দেখছে পৃথিবীর অভিনব রূপ। চারদিকে ছম ছম সিগ্ধ নিস্তব্ধতা। হিমেল চাদনিতে জড়িয়ে প্রকৃতি যেন কানের কাছে এসে বলছে এক গোপন…