তুমি যদি না থাকতে / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
তুমি যদি না থাকতে রতন চক্রবর্তী “”””””””””””””””””””” মাগো, মুক্তির আক্ষাঙ্খায় আঁধার ঘেরা তোমার গর্ভ হতে কতনা উষ্ণ রক্তের ধারা বইয়ে দিয়ে জন্ম নিয়েছিলাম সুন্দর এই ধরণীর বুকেতে তোমার রক্ত হতে নির্মিত বুকের সুধা অবিরত করে পান তবেই না জীবনটাকে পেরেছিলাম ধীরে ধীরে বড়ো করে তুলতে | মাগো তুমি যদি না থাকতে আমার জন্যে স্রষ্টার প্রেরিত…