প্রতিদিন হোক পরিবেশ দিবস / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
প্রতিদিন হোক পরিবেশ দিবস সুপর্ণা দত্ত পরিবেশ ছিল একদা বিশ্বে সুনীল আকাশের নীচে শ্যাম বনানী, শীতল জল,পাহাড় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে, আর ছিল পশুদের নিশ্চিন্ত বাসস্থান, পাখিদের কলরব ছিল বিশুদ্ধ মুক্ত বাতাস আর খোলা মাঠ-ঘাট। আজ সূর্যের প্রখর তাপদাহে যেন ঝলসে যাচ্ছে এই বিশ্ব, প্রচন্ড গরমে বৃষ্টির জল যেন আজ হয়েছে নিঃস্ব, প্রকৃতির এরূপ ভয়াবহতা…