সস্তায় যদি / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
সস্তায় যদি শ্রী নীলকান্ত মণি পাঁচন দাওয়াই রোগ সাধারণ সারিয়ে দিতে ছিলো না তার জুড়ি৷ সস্তা ও, তাই ফোঁটা কাটা ভর্তি শিশি হাসতো তখন যেন নেইকো যাহার তেমন বাহার নেইকো জারিজুরি৷ সে ছিলো এক কাল টক তিক্ত কষায় মিষ্ট স্বাদে সে মিশ্রণ অভয় দিতো সকল প্রকার রোগে৷ এমনি করেই ষাট সত্তর বছর কেটে গেলো কোন…