এমন কষ্টের জন্যে / রতন চক্রবর্তী / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
এমন কষ্টের জন্যে কলমে:-রতন চক্রবর্তী “”””””””””””””””””””” পড়তে পড়তেই বৌশাখ মাস জ্বলছে দেহ সূর্য্য তাপে , টপ টপ করে ঝরে পড়ছে ঘাম ক্লান্ত দেহ হতে | যাচ্চ্ছে না তাকানো রাস্তার পানে হলকা লাগছে চোখে , কাজের প্রয়োজনে বের হলে পথে হালকা মাথা ঘুরছে | বৈশাখেই এমন অবস্থা জৌষ্ঠ এখনো বাকি , না জানি তখন কি হবে…