ভিটের টানে (প্রথম পর্ব) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ধারাবাহিক ভ্রমণ কাহিনী / বর্ষবরণ সংখ্যা /
ভিটের টানে (প্রথম পর্ব) সলিল চক্রবর্ত্তী ভারতীয় ইমিগ্রেশন ডিপার্টমেন্টের রুলস অফ রেগুলেশন মোতাবেক বডি – লাগেজ চেকিং, পাসপোর্টে শিলমোহর বসিয়ে কোলকাতা স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করলাম সকাল সাড়ে ছটায়। ইন্টারন্যাশনাল মৈত্রী এক্সপ্রেস দৈত্যের মতো চেহারা নিয়ে ইঞ্জিনের গোঁ গোঁ শব্দে প্লাটফর্মের সামনে দণ্ডায়মান, সময় মতো যাত্রী নিয়ে যাত্রা শুরুর অপেক্ষায়। সস্ত্রীক, টিকিটে কোচ নাম্বার ‘বি১’ দেখে…