লড়াই (২) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
লড়াই (২) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘন হয়ে আসছে মেঘ। মায়ের ভীষণ দুশ্চিন্তা। বাবা বাড়ি ফেরে নি। দুটো ছেলে মেয়ে নিয়ে এই একপ্রান্তে থাকা। তার উপর তুমুল ঝড় বৃষ্টি শুরু হবে। জানালা গুলোর আগল নেই। হু হু করে ঢুকবে জল। ঘরের মেঝে জল থৈ থৈ করবে। ভয়ে মালবিকার মা সিঁটিয়ে আছে…