আপন জন (চতুর্থ পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (চতুর্থ পর্ব) কাকলী ঘোষ এই যে শিখা ওই রিন্টিকে নিয়ে দাওয়ায় শুলো এ কি ভালো লাগে ? এমনিতেই শোওয়া নিয়ে ওর খুব খুঁত খুঁতুনি আছে । বিছানা চোদ্দবার ঝাড়বে। টান টান করে চাদর পাতবে। ঝেড়ে ঝুড়ে সুন্দর করে , সমান করে মশারি খাটাবে। তারপর ঘুমোতে যাবে। চাদর মশারি একটু ময়লা হবার জো নেই।…