ব্রাজিলের সালগাদো, সৃষ্টির সুর সাধো / প্রেমাংকুর মালাকার / বাংলা কবিতা / সংখ্যা ১ /
“ব্রাজিলের সালগাদো, সৃষ্টির সুর সাধো!” — :: প্রেমাংকুর মালাকার ::— ছোটো বেলা থেকে, দেখে এসেছেন, সবুজের সংসার; চোখের সামনে, পুরো এলাকাটা, তিলে তিলে ছারখার! এই বন ভূমি, গোচারণে যেতো, বাড়ির বাছুর গরু; একটা সময়, পুরো এলাকাটা, হলো খট খটে মরু! দেশ ব্রাজিলের, ‘মিনে জেরাইসে’, ‘সালগাদো’ করে পণ; “ওই জমিকেই, আগের হালতে, ফিরিয়ে…