করোনাকে সমূলে মারতে সক্ষম এই অ্যান্টিবডি, ‘মারণ অস্ত্র’ এল গবেষকদের হাতে নাম মনোক্লোনাল অ্যান্টিবডি
অবশেষে খোঁজ মিলল একটি মনোক্লোনাল অ্যান্টিবডির, যা করোনাভাইরাসকে সম্পূর্ণ রূপে ধ্বংস করতে সংক্ষম। নেদারল্যান্ডের উট্রেচট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন গবেষণাগারে করোনা কাত করতে এই অ্যান্টিবডি একশোয় একশো। তবে মানুষ বা অন্য কোনও প্রাণীর শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবেনা। তাঁদের এই গবেষণা সম্পর্কে সোমবার জার্নাল নেচার কমিউনিকেশনসে যে তথ্য…