তুমি কবি / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
তুমি কবি শ্রী নীলকান্ত মণি হুঁ৷ রাজা, তবে ‘রক্ত করবী’-র৷ তুমি কি নন্দিনী! হয়তো হবে৷ ক্ষতি কি যদি তুমি তা নাও হও! থামবে না৷ স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও৷ যদি তোমাকেই নন্দিনী ভাবি, তা কি দোষের কিছু হবে! ভাবনার গতি কখনো সর্পিল, দূরে তাকে এখন না হয়, সরিয়ে রাখি তবে৷ তুমি কবি মনে মনে বোনা স্বপ্ন…