অন্তিমে সব একাঙ্গী / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / সংখ্যা ৮ /
“অন্তিমে সব একাঙ্গী” –:: রণজিৎ মন্ডল ::- এ কথা সত্য, জানি আজ আমি ব্রাত্য, একদিন তো আমায় নিয়ে ছিলে তুমি মত্ত। সেদিন আর ফিরিবে না এ কথা সত্য, মনে তবু বেদনা হয়ে ঘুরবে দিবারাত্র। সাজিয়ে এনেছিলে যেদিন ভালোবাসার পাত্র, জানি মনে পড়বে না, সে কথা অত্র। শোন শোন, শোন বলি তোমায় যাহা…