ছায়া মানুষ / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
☆★☆”ছায়ামানুষ”☆★☆ ¤●¤●¤●¤●¤●¤●¤●¤ –:: শ্যামাপ্রসাদ সরকার ::– রাস্তার মোড়টায় আজ অকারণ জ্যাম লেগে গেছে। গাড়ি, পায়ে চলা মানুষ, হকার, অটো, সাইকেল রিক্সা সব নিয়ে একটা জগাখিচুড়ি অবস্হা। মোড়ের মাথার ট্রাফিক কনস্টেবলটা হয়তো জায়গা ছেড়ে খৈনী-টৈনী কিংবা চা খেতে কোথাও গেছে সবে; তার মধ্যেই যত গন্ডোগোল। রোমিলা বাস থেকে তাই একটু আগেই নেমে পড়লো…