চেতনায় নজরুল / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প / সংখ্যা ৫ /
“চেতনায় নজরুল” ***************** —::: শ্যামাপ্রসাদ সরকার :::— ছোটবেলাটায় দুখু মিঞাকে যখন চিনেছি তখন তার সাথে কাজী নজরুলকে মিলিয়ে চেনার দরকার ছিল না। দুখু আমার একলা শৈশবযাপনের সঙ্গী। তার লিচু চুরির গল্পটা আমায় বলেছিল ছড়ার মত করে। তার সেই অজপাড়াগাঁয়ের কোন এক খুকি নাকি কাঠবিড়ালির সাথে গল্প করত সেকথাও বলতে সে ভোলেনি। দুখুরা খুব…