সদ্যোজাতক মুখোশেই টান! একি ইঙ্গিত মুখোশের অবসান? / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / উৎসব সংখ্যা /
✍ প্রেমাঙ্কুর মালাকার কবি পরিচিতি :- প্রেমাঙ্কুর মালাকার একজন প্রখ্যাত কবি ও ছড়াকার। উনি জন্মগ্রহণ করেন ২৪.০৪.১৯৪৮ (ই; বাঙলা ১০ই বৈশাখ)। বিগত চল্লিশ বছর ধরে কবিতা লিখে চলেছেন এই বরিষ্ঠ কবি। যুগান্তর, পাৎতাড়ি, বর্তমানের হজবরল, সোনার বাংলা খরগোশ, ওভারল্যাণ্ডে সোনার কাঠি, শুকতারা, কিশোর ভারতী, রাজপথ এছাড়া যুগান্তরে প্রথম পাতায় রোজ নামতার ছড়া, কিশোর জ্ঞানবিজ্ঞান সহ…