ভালবেসে পাঠাগার / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / সংখ্যা ৭ /
।। ভালবেসে পাঠাগার ।। ****************** –:: শিব প্রসাদ হালদার ::– দমদম লাইব্রেরী এন্ড লিটারারী ক্লাবের একশত আটতম জন্ম বার্ষিকীতে বিনম্র চিত্তে স্মরণ করি স্বর্গীয় উপেন্দ্রনাথ সেন মহাশয়ের মহান ত্যাগে নিজ বাসভবনের নিজস্ব কক্ষে প্রতিষ্ঠিত পাঠাগারের উদ্যোগকে ! সেদিন তিনি যে স্বপ্ন দেখেছিলেন তার যথার্থ সার্থকতায় আজ আমরা গর্বিত – আমরা কৃতজ্ঞ !…