এস স্বাধীনতা / বুলবুলি ব্যানার্জী / বাংলা কবিতা / সংখ্যা ৮ /
“এস স্বাধীনতা” ○●○●○●○●○ বুলবুলি ব্যানার্জী (অধ্যাপিকা, হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়) স্বাধীনতা মানে কি সেটা এস খুঁজে নিই দিবস টা তারপর মানবো পরাধীন মানেটা খুব সোজা যেটা মেনে তুমি আমি চলছি অন্যের ভাবখানা হাসিমুখে ভাবছি অন্যের পোষাকে এই দেখো সাজছি অন্যের খাবারে বড় স্বাদ দাম বেশী তাতে কি স্বদেশের বাইরে ব্র্যান্ড টাই জরুরি…