বিশুদ্ধ বানর / পার্থসারথী চট্টোপাধ্যায় / বাংলা কবিতা / দীপাবলি সংখ্যা /
✍ পার্থসারথী চট্টোপাধ্যায় কবি পরিচিতি :- বর্তমানে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে বাংলা সাম্মানিক পাঠরত কবি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ছেলেবেলা থেকেই বাংলা সাহিত্যের প্রতি দুর্মর আকর্ষণ ছিল। যা কাব্য-কবিতা চর্চায় উদ্বুদ্ধ করে। লিখেছেন বহু সাহিত্যপত্রে। তাঁর প্রকাশিত একটি ছড়াগ্রন্থ (লিমেরিক 50) এবং দুটি কাব্যগ্রন্হ ( কেঁদে ওঠে প্রস্তরের চিতা, কয়েকটি সনেট) পাঠকমহলের প্রশংসা অর্জন করেছে। প্রকাশিতব্য ‘বুনোহাঁস জলপাই…