নিঃশব্দ পৃথিবী / অনিমেষ / বাংলা কবিতা / দীপাবলি সংখ্যা /
// নিঃশব্দ পৃথিবী // ✍🏻 অনিমেষ দেখেছি নিকষ কালো নিঃশব্দ পৃথিবী, তারা ভরা শামিয়ানার নীচে, গভীর ঘুমে অচেতন। দেখেছি পাহাড়ী টিলারা অন্ধকারে মাথা তুলে ঠায় দাঁড়িয়ে, ধ্যানমগ্ন যোগীর মতন। শিহরিত রোমাঞ্চিত আমি, হয়তো বিস্ময়ে হতবাক। তারাগুলো পরম স্নেহে, মিটমিট জোনাকির মতো আলো দেয় পৃথিবীকে। নিশাচর পাখি আর ঝিঁঝিঁর প্রাণের স্পন্দন ভেসে আসে, বাকি…