ক্ষুধা-রূপেণ সংস্থিতা / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
ক্ষুধা-রূপেণ সংস্থিতা —————————– শ্যামাপ্রসাদ সরকার আজ অষ্টমীতিথি।রায়বাড়িতে হাঁকডাকের সীমা নেই। আড়াইশ বছরে পড়ল এবার পুজো। সেই কোম্পানীর আমল থেকে নিমকমহালের দেওয়ানী করে সর্বেশ্বর রায় পুজো চালু করেন। এঅঞ্চলের একমাত্র হেরিটেজ পুজো। যদিও শরিকে শরিকে ইদানীং দশ টুকরো হয়ে ছড়িয়ে গেছে এই রায়পরিবার,তাও এসময়টা দেশ- বিদেশ থেকে যে কজন উৎসাহী পরিজন এখনও আসে সে কজনেই…