অচেনা / নূর কামরুন নাহার / বাংলা কবিতা /
“অচেনা” –:: নূর কামরুন নাহার ::– (বাংলাদেশ) মৃত্যুর পর সবকিছু নাকি অমূল্য হয়ে যায় হয়তো আমার লেখাগুলোও হয়ে যাবে। তুমি তন্ন তন্ন করে খুঁজবে বইমেলা, নিউমার্কেট, নীলক্ষেত ব্যাকুল হয়ে বলবে, নূর কামরুন নাহারের কোন বই দোকানির মূর্খতায় বিরক্ত হবে অসহায় ক্রোধে টেনে ধরবে চুল হঠাৎ কোথাও পেয়ে গেলে ব্যগ্র হয়ে টেনে নেবে, নিবিড়…