ও জোনাকি / বাংলা কবিতা / উৎসব সংখ্যা /
✍️ বৌধায়ন ঘোষ (বয়স – ৭ বছর) কবি পরিচিতি : – জন্মতারিখ – ২৩শে অক্টোবর, ২০১৩, গড়িয়া স্কুল – Holy Cross School, বাড়ুইপুর “ও জোনাকি” জোনাকি তোরা কি তোদের আলোটা – জ্বালিয়ে রাখতে পারিস না! কেন রাখিস না ? তোরা শুধু বড় তারাদের মতন জ্বলিস আর নিভিস। মাঝে মাঝে তোদের দেখা যায়।…