অজানা সুর / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প / উৎসব সংখ্যা /
✍ কাকলি ঘোষ কবি পরিচিতি :- লেখিকা কাকলি ঘোষের জন্ম বেলুড়। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু। প্রথম গল্প প্রকাশিত হয় নব কল্লোলে। পেশা শিক্ষকতা। বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকায় যেমন বর্তমান, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃৃহকোন, নব কল্লোল, কথা সাহিত্য ইত্যাদি পত্রিকায় লেখা লেখি করেন। “অজানা সুর” (১) খুব দ্রুত হাতে কাজ সারছেন সুমিতা।…