খুশীর জোয়ার / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / বড়দিন সংখ্যা /
☆★☆”খুশীর জোয়ার”☆★☆ ○●○●○●○●○●○●○●○●○ ✍ শিব প্রসাদ হালদার জেরুজালেমের বেৎলেহেমে সেদিন কত খুশীর জোয়ার, দিকবিদিকে আলো করে শুনলো সবাই নাম যার। মাতা মেরীর গর্ভ হ’তে জন্ম নিল যে শিশু, আলোর ছটায় দেখলো সবাই সেই সবার প্রিয় যীশু। ফুটফুটে সেই ছোট্ট শিশু করলো আলো ধরা, প্রাণভরে দেখলো সবাই সে যে প্রেমে ভরা! এতো নয় যেমন…