এখন কোলকাতা শহরে বাতাসে বিষ। সচেতন না হলেই সামনে ভয়ঙ্কর বিপদ
কোলকাতার শহরে বাতাসে বিষ। ঠিকই পড়েছেন। গাড়ির ধোঁয়া, রাস্তার ধুলো কিংবা নির্মাণশিল্প জনিত দূষণের কথা জানাই ছিল। এই সব উপাদান যে বাতাসের বিষ বাড়িয়ে দিচ্ছে, সে কথা কারো অজানা নয়, সেই মতো শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপও করা হচ্ছে। কিন্তু এর পরেও বায়ু দূষণের উৎসের একটা বড় অংশই অজানা থেকে যাচ্ছে। বতর্মানে শ্বাসবাহিত ধুলিকনার…