চারটি পর্যটক! ভ্রমণে মেটায় শখ! |/ প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“চারটি পর্যটক! ভ্রমণে মেটায় শখ!” ✍ প্রেমাঙ্কুর মালাকার কাশ্মীরে আজ গুলমার্গেই প্রথম তুষারপাত ; ধবল বরফে ঢাকা প্রান্তুর অপরূপ সাক্ষাৎ! পাইনের বনে পাতায় পাতায় ধবল বরফ গুরো; আচমকা দেখে গাছ গুলো লাগে সান্টাক্লজের বূড়ো। ধু ধু বরফের প্রান্তরে শুধু চারটি পর্যটক! ওরা ডাকাবুকো অঢেল ডলার শীতেই ভ্রমণে শখ। স্থানীয় মানুষ বরফ দেখতে নয়…