কেন এমন হয় / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“কেন এমন হয়” ✍ রণজিৎ মন্ডল মুখ দেখে কারো ভালোবাসা জাগে, কারো মুখ দেখে তারে মন ত্যাগে, কেন বলো এমন হয়? সবই যেন তার মহিমায়! এ জনম যেন বৃথা যায় ! মানুষ চেনা হল না আমার, যারে ভাবি আপন সে হয় পর, ব্যাথা দিয়ে চলে যায়! কেন বলো এমন হয়? হিংসা, বিদ্বেষ, লোভ,…