স্ফুলিঙ্গ / চয়ন সমাদ্দার / বাংলা ছোট গল্প /
স্ফুলিঙ্গ ✍ চয়ন সমাদ্দার ভোর হতে না হতেই বেরোল বেষ্টা। অনেকটা পথ। এই খানাকুলের রাধানগর থেকে সেই মোকাম কলকেতা। বেষ্টার কানে এসেছে সেখানে বামুন মহারাজ গরীবের দুঃখ বোঝেন। জমিদারবাবুর কাছ থেকে কর্জ সে নিয়েছিল ঠিকই। শোধ দিতে পারেনি, তাও ঠিক। তা বলে, দেওয়ান এসে তার এক বিঘে জমি ক্রোক করে নেবে? প্রজা…