অহংকার / রতনশ্রী ভিক্ষু / বাংলা কবিতা
“অহংকার” ✍ ডঃ রতনশ্রী ভিক্ষু এত অহংকার কিসের? অর্থ আছে,বিশাল বাড়ী আছে সঙ্গে গাড়ীও আছে সুন্দরী বউ আছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীও আছে— শুধু নেই শিক্ষার ব্যবহারিক প্রয়োগ কথা বলার সৌন্দর্য নেই চলনে স্বচ্ছতাও নেই তবুও অহংকার, যা সঞ্চয় আছে তার ভোক্তাও নেই অহংকারের উৎসমূল আমি-আমার। আমিত্ত ব্যক্তিকে গর্বিত করে তাতে ব্যক্তির বদান্যতা বর্দ্ধিত হয়…