লীলাকে একটি চিঠি / অমিতাভ মল্লিক অমি / বাংলা ছোট গল্প / ভাষা সংখ্যা /
“লীলাকে একটি চিঠি” ✍অমিতাভ মল্লিক অমি লীলা,প্রিয় বোন আমার বাড়ি যাইনা আজ কতদিন জানিস? কতদিন ঠিক তা মনে নেই তবে অ নে ক- অনেক দিন হবে বাড়ি যাব করে করে দিন বাড়ে -মাস বাড়ে -বছর যায় এই যাব- সেই যাব- আর হয়না ব্যস্ততা? তা বেড়েছে বৈকি ব্যস্ততাতো বাড়বেই মস্ত এ শহরে ব্যস্ততাই বাস্তবতা…