ভালো থেকো ভালোবাসা / তুলিকা দত্ত / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
ভালো থেকো ভালোবাসা ✍ তুলিকা দত্ত আজ সাঁঝবেলাতে বইছে কেমন অনিকেত হাওয়া আজ বিজন ঘরে মেঘলা মনে বৈতরণী বাওয়া। আজ হাজার হাজার সুরের জাহাজ ভাসছে সমুদ্দুরে। আজ কাকে আমি পত্র লিখি জোছনার আকরে কিছু কিছু অনুভূতি আজ মন কোটরে রাখি মেঘে ঢাকা আকাশেতে চাঁদ ভাসা বাকি। কিছু জীবন তুষ হয়ে ছাইচাপা আগুনে…