বিরহ সাগর / মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
বিরহ সাগর মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) ক্ষুধা দারিদ্র হতাশা জীবনের অলংকার। যে অলংকার পড়েছি বলেই বিরহ সাগরে ডুবে গেছি। সারা দিন সারা রাত নিদ্রাহীন দুনয়নে পৃথিবীটা দেখি আর তোমাকে মেলাই এই জগতের গিরি সিন্ধু মরু উপবন সাথে প্রেমে পরাভব মরু সাহারা। প্রেমে বিজয় উন্নত মস্তক গিরি পাহাড়। রসালো প্রেমের বসন্ত গল্প আহা সে তো ওই…