ইতিহাস সত্যের জননী / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ইতিহাস সত্যের জননী মৃনাল কান্তি বাগচী মিথ্যে যতই শক্তিশালী হোক তার থাকে একটা অন্তর্নিহিত দুর্বলতা সে জানে এক সময় তার খুলে যাবে মুখোশটা। মুখোশ পরে চিরকাল সবাইকে ঠকানো যায়না মিথ্যের সব সময় ভয় থাকে তার মুখোশটা দেখায় তাকে তার নিজস্ব আয়না। পথ জানে তার শেষ কোথায় পথিক তা নাইবা জানলো মিথ্যের মুখোশটা,মিথ্যে না খুললেও সময়ের…