ফুলটুসি (তৃতীয় পর্ব) / অনিমেষ / বাংলা ধারাবাহিক ছোট গল্প / বড়দিন সংখ্যা /
।। ফুলটুসি ।। ✍🏻 অনিমেষ [ তৃতীয় পর্ব ] ( পূর্ব প্রকাশিতের পর ) ….. দুপুর গড়িয়ে যায়। দুপুরের খাওয়া সেরে মন্দিরের পাশে বট গাছের ঝুরি ধরে দোল খাচ্ছিল ফুলি। পিছনে হাম্বা আওয়াজ শুনে ঘুরে তাকায় সে। একটা বাছুর মায়ের বাঁট থেকে দুধ খাচ্ছে, আর গরুটা আদর করে তার গা চেটে…