ফুলটুসি [শেষ পর্ব] / অনিমেষ / বাংলা ধারাবাহিক ছোট গল্প / বর্ষবরণ সংখ্যা /
।। ফুলটুসি ।। ✍🏻 অনিমেষ [ শেষ পর্ব ] ( পূর্ব প্রকাশিতের পর ) ….. জমিদারদের জমিদারি আর নেই, বেশিরভাগই ভগ্নদশা। তবু তার মধ্যেই সন্মান বাঁচাতে যেটুকু পারেন করেন। ফুলির পটুয়া বাপ বেঁচে থাকতে সেই নাকি গাঁয়ের পূজোর প্রতিমা গড়তো। সে মারা যাওয়ার পর পাকাপাকি মন্দির গড়ে শহর থেকে প্রতিমা এনে পূজো…