ক্ষিপ্ত আত্মা / ডঃ রতনশ্রী ভিক্ষু / বাংলা কবিতা /
ক্ষিপ্ত আত্মা ✍ ডঃ রতনশ্রী ভিক্ষু মুক্তি চাই ! মুক্তি চাই!! পিঞ্জরায় আবদ্ধ আমি এক বিক্ষিপ্ত আত্মা, চারিদিকে বিষাক্ত হাওয়া ধেয়ে আসে; কি বিকট গন্ধ , এ যেন মন বারুদে রুদ্ধশ্বাস, ভাসমান কন্ঠ শুনি, শুধু শুনি; মুক্তি চাই ! মুক্তি চাই !! দূরে নিক্ষিপ্ত মানবতা আর বিশুদ্ধিতা, ধর্মান্ধতার অনলে ক্ষত-বিক্ষত আমি। পিছন ফিরে…