সরীসৃপ / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প / বর্ষবরণ সংখ্যা /
সরীসৃপ ******** ✍ শ্যামাপ্রসাদ সরকার ধূ ধূ করা নদীর চর। গরমকালে বিশেষ জল থাকেনা। গরু বাছুর, মানুষজন পায়ে হেঁটেই পার হয়ে যায়। যেদিকে তাকাও শুধু সাদাটে বালির চরা। এক দিকটায় লোকে এসে মরা পুড়িয়ে যায়। ছোটলোকই সব, যাদের পয়সা নেই। ভদ্দরলোকেরা ম্যাটাডোর ভাড়া করে সদরঘাটের শ্মশানে মড়া নিয়ে যায়। সেখানে মিউনিসিপ্যালিটির ঘাটবাবু…