তবু গঙ্গা বয়ে চলে / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প / ভাষা সংখ্যা /
তবু গঙ্গা বয়ে চলে ✍ শ্যামাপ্রসাদ সরকার চুপ করে বসে থাকতে থাকতে গুপে দেখতে পেল কলকলিয়ে গঙ্গায় জোয়ারের জল আসছে। আর নিমতলা ঘাটের সেই কাঁচাপাকা রাস্তাটা গঙ্গার ধার ঘেঁষে বোধহয় অারো দূরে গিয়ে হারিয়েই গেছে। এই নদীকে এখানকার সবাই বলে ‘পতিতোদ্ধারিণী গঙ্গে’ ! এর কাছেই বৈঠকখানা বাজারটায় কদিন আগেও একটা বুড়ো সাহেব…