ক্লিওপেট্রা (চতুর্থ পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / ধারাবাহিক বাংলা উপন্যাস /
“ক্লিওপেট্রা” ✍ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় (চতুর্থ পর্ব) অ্যান্ড্রোমিডা আর মিনার্ভা। রাণীর দুই দাসী। রাণী জানেন এরা নিজেদের থেকেও রাণীকে ভালোবাসেন। প্রাসাদে যেখানে দেবী আইসিসের মূর্তি আছে তার দক্ষিণ পূর্ব কোনে রাণীর বিশাল স্নান ঘর। দ্বারস্থ সিংহমূর্তি টলেমাইন বংশের ঐতিহ্য। লাল রঙের দেওয়ালে অসম্ভব কারুকাজ। রাণীর জন্মের তিনশ বছর আগে এই প্রাসাদ তৈরি। সৌন্দর্যের…