কল্যাণে যখন অকল্যাণ / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
###” কল্যাণে যখন অকল্যাণ “### ¤¤□¤¤□¤¤□¤¤□¤¤□¤¤ শিব প্রসাদ হালদার কল্পিত কল্যাণে-কারচুপির চুপিচুপিতে, যদি কায়েম হয়- অনাকাঙ্খিত অকল্যাণের অশালীন অনুশাসন, তখন তার অবসানে; করেছ কতটুকু একান্ত অনুভবে অনুশোচনা? কতটুকু জাগিয়েছ মুক্তির অনুপ্রেরণা ?? শুধুই করেছ অবিরত অনুলাপ– “ধুয়ে গেল-মুছে গেল-গেল সব রসাতলে!” গড়েছ কি কোন প্রতিরোধ-কোন ছলেবলে ? কল্যাণের নাম করে যদি হয়- এমনই…