অন্ত্যেষ্ঠি / ডঃ রতনশ্রী ভিক্ষু / বাংলা ছোট গল্প /
অন্ত্যেষ্ঠি ✍ ডঃ রতনশ্রী ভিক্ষু একদিন সকালবেলা দু’ জন লোক এসে উপস্থিত। তারা জাতিতে চাকমা। নেঙটি পরনে আর কাঁধে একটি শান্তিনেকেতনী ঝোলার মতো থলি। থলিতে রয়েছে ধারালো দাঁ। স্থানীয় অমলদের মন্দির। মন্দিরে একজন অাধবয়সী পুরোহিত থাকেন।তিনি প্রতিদিন মন্দিরে পূজো আর্চা করে থাকেন। মন্দিরটি অন্য কোন মন্দির নয়, একটি সার্বজনীন বুদ্ধমন্দির। মন্দিরের পাশ…