একটি স্বতঃস্ফূর্ত প্রবাহ / সুতপা সরকার / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
একটি স্বতঃস্ফূর্ত প্রবাহ ——————————— সুতপা সরকার, দিল্লী— সেই করতল চাঁদ পেড়ে আনত অশ্বথের শাখায় পোড়া বুকে জ্বালা ধরত হিসেবে নিকেশের খাতায়… বরং ফড়িঙ হয়ে পাখা মেলে দাও ক্যালকুলাস না মিলিয়ে খোপ কাটা নামতার উজানে নত নাহয়ে চরাচরে নাহয় নিজেকে বিলিয়ে নদীর মত স্রোতে বয়ে যাওয়া হয়তো কখনো উদ্দাম ঝড়ো হাওয়া…. নগরীর আটপৌরে…