শরীর ও মন / ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার ) / বাংলা কবিতা / সত্যজিৎ রায় সংখ্যা /
শরীর ও মন ✍ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার ) শ রীরখানি খুঁজতে খুঁজতে পৃথিবীর ঘোর অসুখ… সংক্রামক সজীব তরল নেশা ক্ষণিক সুখ আজীবন দুঃখ! খুঁজছি একটা ভরসার হাত নেলপালিশ লিপিস্টিক সুগন্ধে তপ্ত বুকে নিলাজ মুখে একটু বাঁচা রোমান্স সুখের অভিসার আনন্দে! লড়বে বাঁচবে যুগল একে অন্যে পেয়ে শিহরণের সুখ কীটে ঘন্টা কাঁটা দিনগুনে…