আপন জন (অষ্টম পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (অষ্টম পর্ব) কাকলী ঘোষ ছিঃ ছিঃ এসব কথা কেউ বলে? ওর ধারণা ছিল শহরের লোকেরা ভদ্র সভ্য হয়।ওরা গ্রামে থাকে । ভাষার ঠিক থাকে না ওদেরই। এখন তো দেখছে উল্টো। কিন্তু কী করবে ? এদের সংগে লাগতে যাওয়াই বিপদ। ইদানিং লক্ষ্য করছে এক দুজন ছাড়া বাকিরা ওকে বেশ হিংসের চোখে দেখে। কী…