গান নিয়ে কিছু কথা / পর্ণা চক্রবর্তী / রবিপক্ষ /
গান নিয়ে কিছু কথা -: পর্ণা চক্রবর্তী :- মারের সাগর পাড়ি দেবো… রবিঠাকুরের জনপ্রিয় একটি গান। যে গানে তাঁর জীবনদর্শনের আলোকিত প্রতিফলন ঘটেছে। রবীন্দ্রনাথ… যিনি সারাজীবন ধরে বহু ভাবে ,বহু রূপে প্রত্যক্ষ করেছেন মৃত্য কে। তাঁর অতি প্রিয় মানুষদের অকালে চলে যাওয়া,জীবন চলার পথে নানান ধরণের সমস্যা তাঁকে ক্ষত বিক্ষত করেছে বহুবার। ঈশ্বরময়…