অবেলার গান / ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
অবেলার গান ✍ ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) অনেক দিন হল কোনো স্বপ্ন দেখিনা মনময়ূরী স্বপ্ন বাসর ঘর অপ্সরা নারী রামধনু রঙে নকশা ইচ্ছে প্রজাপতি ডানা সোনার গাছে রুপোর ফল… অনেক দিন হল দাঁত গুলি হাসতে ভুলেছে এক সময় শরতের কদম গুচ্ছ ছিল হাসি নৌকা বিলাস নবান্ন শ্যাম গানআড় বাঁশি জানতাম না…