তিতাস কাব্য লেখে / সুতপা সরকার / বাংলা কবিতা /
তিতাস কাব্য লেখে ✍ সুতপা সরকার (দিল্লী ) এই যে তিতাস বইছি আমি জীবন কাব্যের বাঁকে ভ্রমি ধুচ্ছি যে মেয়ের রক্ত- সিঁথি তার ছন্দরাগে পরাগ ইতি। সইতে নারি। ফিরে সে যায় বাপের ভিটেয় উনোন ধোঁয়ায় মালসা ভাত নুনের ছিঁটে কপালে তিলক কালশিটে। ছলাৎ ছল কাঁদতে পারি উথাল পাথাল বুক যে ভারি। নদীই জানি…