আমার এই পথ চাওয়াতেই / স্বাগতা ভট্টাচার্য / বাংলা কবিতা /
আমার এই পথ চাওয়াতেই “স্বাগতা ভট্টাচার্য” *********************** জীবনের ছোট ছোট অনুষঙ্গগুলো’ই হয়তো বাঁচার প্রেরণা… এই যে তুমি আছো… অমোঘ অনিবার্য!… অথচ, তোমায় জড়িয়ে, তোমার ঘামে সপসপে ভেজা বুকে মুখ লুকিয়ে বলতে পারছিনা… ভালোবাসি, ভালোবাসিইইই !…… একটিবার চোখ বন্ধ করে দেখো কবি!… তোমার অভিমানী উড়ণচন্ডী ঠোঁটে, খেলা করছে আমার অবাধ্য আঙুল, না…না…আঙ্গুল না, শঙ্খচিলের…